বুধে লোকসভায় বড় 'খেলা'! শাসক-বিরোধী হুইপে জোর জল্পনা
বুধে লোকসভায় বড় 'খেলা'! শাসক-বিরোধী হুইপে জোর জল্পনা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/bjp-cong-1.jpg
বাদল অধিবেশনের মাঝে আচমকা হুইপ জারি করল বিজেপি। অন্যদিকে হুইপ জারি করেছে কংগ্রেসও। আগামীকাল বুধবারের জন্য হুইপ জারি করেছে এই দুই দল। আগামীকাল বুধবার সংসদে সকল সাংসদকে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করল এই দুই দল। আগামীকাল বুধবার লোকসভা স্পিকার নির্বাচন হবে। এর জন্য কংগ্রেস তিন লাইনের হুইপ জারি করে ২৬ জুন সমস্ত সাংসদকে লোকসভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, সরকার এবং বিরোধীরা স্পিকার পদের প্রার্থী সম্পর্কে ঐকমত্যে পৌঁছাতে পারেনি, যার পরে কে সুরেশ বিরোধীদের হয়ে লোকসভার স্পিকার পদে মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে বিজেপির তরফে লোকসভার স্পিকার পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন ওম বিড়লা। তিন লাইনের হুইপ জারি করে কংগ্রেস […]
আরও পড়ুন বুধে লোকসভায় বড় 'খেলা'! শাসক-বিরোধী হুইপে জোর জল্পনা
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম