ভোট মিটতেই রাজ্যে ফের টাকার পাহাড়, ED হানায় বেরিয়ে এল থরে থরে নোটের বান্ডিল
ভোট মিটতেই রাজ্যে ফের টাকার পাহাড়, ED হানায় বেরিয়ে এল থরে থরে নোটের বান্ডিল
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/ed-money.jpg
লোকসভা ভোট মিটে যাওয়ার পরেও দেশজুড়ে ইডি (ED)-র তল্লাশি অভিযান জারি রয়েছে। ফের একবার বান্ডিল বান্ডিল নোট উদ্ধার করল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি, হায়দরাবাদ অপারেশন মোবিলাইজেশন গ্রুপ অফ চ্যারিটির অনিয়মের সাথে জড়িত পিএমএলএ, ২০০২-এর বিধানের অধীনে ২১ এবং ২২ জুনে হায়দরাবাদজুড়ে তল্লাশি চালায়। জানা গিয়েছে, টানা দুদিন হায়দরাবাদের ১১টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিলেন ইডির আধিকারিকরা। এদিকে তল্লাশি অভিযানে বিভিন্ন আপত্তিকর নথি ও ডিজিটাল ডিভাইস উদ্ধার ও বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। অন্যদিকে ইডি গত ২০ জুন দিল্লি এনসিআর, গুরুগ্রাম, মুম্বাই এবং নাগপুরের ৪০টি জায়গায় তল্লাশি চালায়। পিএমএলএ, ২০০২-এর অধীনে এসিআইএল লিমিটেড, আমটেক অটো লিমিটেড, অরবিন্দ ধাম, অনুভব ধাম, গৌতম মালহোত্রা এবং […]
আরও পড়ুন ভোট মিটতেই রাজ্যে ফের টাকার পাহাড়, ED হানায় বেরিয়ে এল থরে থরে নোটের বান্ডিল
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম