মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

Transfer News: মোহনবাগানকে হারিয়ে ট্রফি জেতা ক্লাবে 'ফ্রি-কিক মাস্টার'

Transfer News: মোহনবাগানকে হারিয়ে ট্রফি জেতা ক্লাবে 'ফ্রি-কিক মাস্টার'
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/Jeremy-Manzorro-MCFC.jpg
ফরাসি মিডফিল্ডার জেরেমি মানজোরোকে ফ্রি ট্রান্সফারে (Transfer News) সই করানোর কথা জানিয়েছে মুম্বই সিটি এফসি। ২০২৪-২৫ মরসুমের শেষ পর্যন্ত এই ক্লাবের জার্সি পরে মাঠে নামবেন মানজোরো। গত মরসুমে নিজের স্কিল ও ফ্রি কিক গোল করে ভারতী ফুটবল প্রেমীদের নজর কেড়েছিলেন জেরেমি। মোহনবাগানের পর এবার East Bengal করল বড় ঘোষণা ৩২ বছর বয়সী জেরেমি মানজোরো ফ্রান্সের স্টেড ডি রেইমসের হয়ে তাঁর সিনিয়র পেশাদার কেরিয়ার শুরু করেছিলেন। বুলগেরিয়া, লিথুয়ানিয়া, কাজাখস্তান সহ বিশ্বের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। উয়েফা ইউরোপা লিগ, উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের মতো অভিজাত ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। লিথুয়ানিয়ান কাপ, কাজাখ কাপ এবং টানা দু’টি কাজাখ লিগ শিরোপা রয়েছে […]


আরও পড়ুন Transfer News: মোহনবাগানকে হারিয়ে ট্রফি জেতা ক্লাবে 'ফ্রি-কিক মাস্টার'

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম