মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

ভারতীয় সংসদে উঠল 'জয় প্যালেস্তাইন' স্লোগান, আসাদউদ্দিন ওয়েইসির কাণ্ডে হইহই

ভারতীয় সংসদে উঠল 'জয় প্যালেস্তাইন' স্লোগান, আসাদউদ্দিন ওয়েইসির কাণ্ডে হইহই
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/asaduddin-owaisi.jpg
এবার লোকসভায় উঠল ‘জয় প্যালেস্তাইন’ স্লোগান। মঙ্গলবার লোকসভায় শপথ নিচ্ছিলেন হায়দ্রাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। শপথগ্রহণের পর তাঁর মুখে সোনা যায় ‘জয় প্যালেস্তাইন’ স্লোগান। ওয়েইসির স্লোগানকে কেন্দ্র করে সরগম হয়ে ওঠে ভারতীয় সংসদের নিম্নকক্ষ। মুখর হন বেশ কয়েকজন বিজেপির সাংসদ। ওয়েইসি দাবি করেন যে, সংবিধানে এমন কোনও বিধান নেই যা তাকে ‘জয় প্যালেস্টাইন’ বলতে বাধা দেয়। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির অভিযোগ, ওয়েইসির দেওয়া ‘জয় প্যালেস্টাইন’ স্লোগানটি ‘সম্পূর্ণ ভুল’ এবং সংবিধানের বিরুদ্ধ। বলেন, ‘একদিকে তিনি (আসাদউদ্দিন ওয়েইসি) সংবিধানের নামে শপথ নিচ্ছেন, অন্যদিকে সংবিধানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। ওয়েইসির আসল চেহারা বেরিয়ে এসেছে। প্রতিদিনই তাঁরা দেশ ও সংবিধানের বিরুদ্ধে ইস্যু […]


আরও পড়ুন ভারতীয় সংসদে উঠল 'জয় প্যালেস্তাইন' স্লোগান, আসাদউদ্দিন ওয়েইসির কাণ্ডে হইহই

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম