সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

এবার ভারতে এইচএমপিভি! আট মাসের শিশুর শরীরে চিনা ভাইরাসের সংক্রমণ

এবার ভারতে এইচএমপিভি! আট মাসের শিশুর শরীরে চিনা ভাইরাসের সংক্রমণ
https://kolkata24x7.in/wp-content/uploads/2025/01/HMPV1.jpg
বেঙ্গালুরু: আশঙ্কাই সত্যি হল৷ ভারতে ঢুকে পড়ল চিনা ভাইরাস৷ বেঙ্গালুরুতে আট মাসের একটি শিশুর শরীরে মিলল হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর হদিশ৷  একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে শিশুর। সেখানেই তার নমুনা পরীক্ষায় মেলে এইচএমপিভি-র খোঁজ। যা প্রশাসনের উদ্বেগ বাড়িয়ে তুলেছে৷ যদিও কর্নাটকের স্বাস্থ্য দফতর জানাচ্ছে, ওই শিশুটির নমুনাটি কোনও সরকারি ল্যাবরেটরিতে টেস্ট করা হয়নি। বেসরকারি হাসপাতাল সূত্রেই এই তথ্য সামনে এসেছে৷ তবে বেসরকারি হাসপাতালের পরীক্ষা নিয়ে সন্দেহের কোনও কারণ নেই৷ (HMPV detected in an 8 month old baby)  


আরও পড়ুন এবার ভারতে এইচএমপিভি! আট মাসের শিশুর শরীরে চিনা ভাইরাসের সংক্রমণ

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম