সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

কুয়াশার চাদরে মুখ ঢাকল বাংলা! চড়ছে পারদ, পৌষপার্বনে ফিরবে কি শীত?

কুয়াশার চাদরে মুখ ঢাকল বাংলা! চড়ছে পারদ, পৌষপার্বনে ফিরবে কি শীত?
https://kolkata24x7.in/wp-content/uploads/2025/01/kuasha.jpg
কলকাতা: ভরা পৌষে কুয়াশার বাড়বাড়ন্ত৷ রবিবারের মতো সোমবাবারও সকাল থেকে কুয়াশায় ঢাকা আকাশের মুখ৷ দক্ষিণের পাশাপাশি ঘন কুয়াশার দাপট রয়েছে উত্তরবঙ্গেও৷ এরই মধ্যে শীতকে খানিকটা ব্যাকফুটে পাঠাল পশ্চিমী ঝঞ্ঝা৷ যার প্রভাবে আটকে গিয়েছে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা পূবালী হাওয়ার দাপটে বাড়বে তাপমাত্রা৷ (foggy weather in Kolkata ) পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গোটা মরশুম জুড়ে চলছে ঠান্ডা-গরমের লুকোচুরি। বাড়ছে আপেক্ষিক আর্দ্রতাও। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার খানিকটা বাড়বে পারে তাপমাত্রা। তবে এখনই সোয়েটার-জ্যাকেট আলমারিতে তোলার সময় আসেনি। কোথাও কোথাও মঙ্গলবার রাত থেকে, কোথাও  আবার বুধবার ভোর থেকেই পারদ পতন শুরু হয়ে যাবে। তেমনটাই জানাচ্ছে আলিপুর […]


আরও পড়ুন কুয়াশার চাদরে মুখ ঢাকল বাংলা! চড়ছে পারদ, পৌষপার্বনে ফিরবে কি শীত?

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম