মন্দির-মসজিদ মামলায় বিচারকের আসনে হনুমান!
মন্দির-মসজিদ মামলায় বিচারকের আসনে হনুমান!
https://kolkata24x7.in/wp-content/uploads/2025/01/Monkey-Sits-in-Judges-Seat-During-Gyanvapi-Mosque-Temple-Case.jpg
জ্ঞানবাপি মসজিদ-মন্দির মামলার শুনানি চলাকালে আদালতে ঘটলো এক অভূতপূর্ব ঘটনা। এক হনুমান আচমকা আদালতে প্রবেশ করে বিচারকের আসনে বসে সবাইকে হতবাক করে দেয়। এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের একটি আদালতে। বিচারকের আসনে হনুমান! প্রত্যক্ষদর্শীরা জানান, হনুমানটি আদালতে প্রবেশ করার পর সরাসরি বিচারকের আসনের দিকে যায়। এরপর অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বিচারকের চেয়ারে বসে। শুধু তাই নয়, সে টেবিলের ওপর থাকা নথিপত্র কিছুক্ষণ নাড়াচাড়া করে, যেন মামলার নথি খতিয়ে দেখছে। কয়েক মিনিট পরে, হনুমানটি শান্তভাবে আদালত কক্ষ ছেড়ে চলে যায়। ঘটনাটি আদালতে উপস্থিত সবাইকে বিস্মিত করে। অনেকে এটিকে একটি সাধারণ ঘটনা হিসেবে দেখলেও, বহু হিন্দু ভক্ত এটিকে ভগবান হনুমানের ঐশ্বরিক ইঙ্গিত […]
আরও পড়ুন মন্দির-মসজিদ মামলায় বিচারকের আসনে হনুমান!
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম