Purba Bardhaman: কাঁকসায় ধৃত ছাত্রের সঙ্গে আনসার জঙ্গি যোগ, বাংলাদেশি সংগঠনটির নিশানায় এপারের মুক্তমনা লেখকরা
Purba Bardhaman: কাঁকসায় ধৃত ছাত্রের সঙ্গে আনসার জঙ্গি যোগ, বাংলাদেশি সংগঠনটির নিশানায় এপারের মুক্তমনা লেখকরা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/Bangladeshs-Ansar-al-Islam-militant-group.jpg
Kolkata 24×7: বাংলাদেশের আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনটির সঙ্গে সংযোগ আছে এমন অভিযোগে পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman) মানকর কলেজের কম্পিউটার সাশ্রেন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র হবিবুল্লাহ ধৃত। পুলিশের দাবি, অনলাইনে জঙ্গি প্রচার চালাত এই ছাত্র। বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, নিষিদ্ধ সংগঠন হিসেবে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) তাদের ঘাতকদের দিয়ে বিজ্ঞানভিত্তিক যুক্তিবিদ ও নাস্তিকদের পরপর খুন করত। মুক্তমনা লেখকদের পরপর খুনের ঘটনায় তদন্ত শুরুর পর ওই সংগঠনটি নাম বদলে আনসার আল ইসলাম রেখেছে। সংগঠনটির সদস্যরা পশ্চিমবঙ্গেও মুক্তমনা যুক্তিবাদী ও নাস্তিকদের খুনের টার্গেট করেছে। আনসার আল ইসলাম বা আহসারুল্লাহ বাংলা টিম (ABT) আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি), যাকে আনসার বাংলাও বলা হয় বাংলাদেশের একটি জঙ্গি সংগঠন। এই […]
আরও পড়ুন Purba Bardhaman: কাঁকসায় ধৃত ছাত্রের সঙ্গে আনসার জঙ্গি যোগ, বাংলাদেশি সংগঠনটির নিশানায় এপারের মুক্তমনা লেখকরা
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম