CFL: খিদিরপুরের হয়ে নিজেকে প্রমাণ করার লড়াইয়ে সুনীল ছেত্রীর 'বন্ধু'
CFL: খিদিরপুরের হয়ে নিজেকে প্রমাণ করার লড়াইয়ে সুনীল ছেত্রীর 'বন্ধু'
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/surjit-das-CFL.jpg
কলকাতা ফুটবল লিগ (CFL) ২০২৩-২৪ মরসুমে ভাল ফল করেছিল খিদিরপুর। চ্যাম্পিয়নশিপে লড়াইয়ে ছিল দল। এবারেও খেতাব জয়ের দৌড়ে থাকতে চাইছে খিদিরপুর। দলের ফুটবলাররা যেমন নিজেদের প্রমাণ করতে চাইছেন, তেমনই নিজেকে প্রমাণ করতে মরীয়া তাদের কোচ সুরজিৎ দাস (Surojit Das)। বাঙালির ফুটবলারদের পাশাপাশি কলকাতা ফুটবল লিগে রয়েছেন একাধিক বাঙালি কোচ। সুরজিৎ তাঁদের মধ্যে অন্যতম। ৪০ বছর বয়সী এই বঙ্গ সন্তান এখন রয়েছেন বড় সুযোগের অপেক্ষায়। ফুটবলার হিসেবে শুরু করেছিলেন কেরিয়ার। এরপর কোচ হিসেবে একাধিক দলের দায়িত্ব সামলেছেন। জালে বল জড়াতেই ছুটে এলেন Sony Norde বাংলার বাইরে একাধিক দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সুরজিৎ দাস। এরিয়ানে থাকার সময় রঘু নন্দীকে পাশে […]
আরও পড়ুন CFL: খিদিরপুরের হয়ে নিজেকে প্রমাণ করার লড়াইয়ে সুনীল ছেত্রীর 'বন্ধু'
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম