রবিবার, ২৩ জুন, ২০২৪

রীতেশ দেশমুখের বিপরীতে হিন্দি ওয়েব সিরিজে বাংলার সংঘশ্রী

রীতেশ দেশমুখের বিপরীতে হিন্দি ওয়েব সিরিজে বাংলার সংঘশ্রী
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/WhatsApp-Image-2024-06-23-at-1.03.46-PM.jpeg
রাজকুমার গুপ্তর (Rajkumar Gupta) পরিচালিত হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন বাংলার সঙ্ঘশ্রী সিংহ (Sanghasri Sinha) । সিরিজের নাম ‘পিল’ (Pil)। তার বিপরীতে রয়েছেন বলিউডের অভিনেতা রিতেশ দেশমুখ (Riteish Deshmukh)। এই থ্রিলার সিরিজে এক জন চিকিৎসকের (Doctor) ভূমিকায় অভিনয় করছেন সঙ্ঘশ্রী। এই সিরিজের বিষয়বস্তু ভুয়ো ওষুধ ছড়িয়ে পড়ার ফলে চিকিৎসা পেশার ওপর প্রভাব। অভিনেত্রী জানিয়েছেন যে অডিশন ভিডিও পাঠানোর পর প্রায় ৫৫০ জনের মধ্যে নির্যাচিত হন তিনি। তার কাছে তার মায়ের জন্মদিনে একটি ফোন আসে, প্রত্যাখ্যান হবার ভয় প্রথমে ফোন ধরতে চাইছিলেন না তিনি তবে পরে ফোন ধরায়, জানতে পারেন যে ওই চরিত্রটির জন্যে নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে অভিনেতা […]


আরও পড়ুন রীতেশ দেশমুখের বিপরীতে হিন্দি ওয়েব সিরিজে বাংলার সংঘশ্রী

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম