বুধবার, ২৬ জুন, ২০২৪

Jamshedpur FC: আইলিগের এই গোলরক্ষককে সাইন করাতে চলেছে জামশেদপুর

Jamshedpur FC: আইলিগের এই গোলরক্ষককে সাইন করাতে চলেছে জামশেদপুর
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/Goalkeeper-Albino-Gomes.jpg
আগের মরশুম থেকেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। একটা সময় প্লে-অফের অনেকটা কাছাকাছি চলে আসলেও শেষ পর্যন্ত ছিটকে যেতে হয়েছিল এই ফুটবল ক্লাবকে। যা অনেকটাই হতাশ করেছিল সমর্থকদের। তবুও নতুন মরশুমে নিজেদের ভারতীয় কোচের উপরেই ভরসা রেখেছে জামশেদপুর। গত কয়েকদিন আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে জানানো হয় সেই বিষয়টি। যারফলে,আগামী দুইটি ফুটবল সিজনের ও দায়িত্ব পালন করবেন খালিদ জামিল। তাই এবার ও তার নির্দেশ মেনেই দল গঠন করছে ম্যানেজমেন্ট। সেইমতো এবার তারা চূড়ান্ত করল আইলিগের এক গোলরক্ষককে। তিনি অ্যালবিনো গোমস। গত সিজনে হায়দরাবাদের ফুটবল দল শ্রীনিধি ডেকানের হয়ে খেলেছিলেন এই ভারতীয় গোলকিপার। মোট ১৮টি ম্যাচ […]


আরও পড়ুন Jamshedpur FC: আইলিগের এই গোলরক্ষককে সাইন করাতে চলেছে জামশেদপুর

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম