বুধবার, ২৬ জুন, ২০২৪

পার্ক স্ট্রিটে উবের চালকের দুর্ব্যবহারের শিকার অভিনেতা সুজয় প্রসাদ

পার্ক স্ট্রিটে উবের চালকের দুর্ব্যবহারের শিকার অভিনেতা সুজয় প্রসাদ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/WhatsApp-Image-2024-06-26-at-1.19.39-PM-1.jpeg
প্রতীতি ভট্টাচার্য, কলকাতাঃ দৈনন্দিন যাতায়াতের জন্য সাধারণ মানুষকে ব্যবহার করতে হয় ওলা উবেরের মতো প্রাইভেট ক্যাব পরিষেবার। এই পরিষেবা ব্যবহার করার সময় নানান সমস্যায় পড়তে হয় তাদের, ক্যাব চালকদের দুর্ব্যবহার হোক বা হঠাৎ করে রাইড বাতিল। এবার সমস্যার মুখে পড়তে হল অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়কেও (Sujoy Prasad Chattopadhay) । মঙ্গলবার (Tuesday) সমাজমাধ্যমে একটি পোস্ট করেন অভিনেতা যেখানে তিনি অভিযোগ করেন যে একজন উবের চালককে এসি চালাতে বললে, তাকে গাড়ি থেকে নামিয়ে দেন গাড়ির চালক। পুলিশ প্যাট্রোল ভ্যানে অভিযোগ জানালে তারা অভিনেতার সঙ্গে নিজস্বী তুলে তাকে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ জানাতে বলেন বলেও জানিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট (Park Street) […]


আরও পড়ুন পার্ক স্ট্রিটে উবের চালকের দুর্ব্যবহারের শিকার অভিনেতা সুজয় প্রসাদ

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম