বুধবার, ২৬ জুন, ২০২৪

ফের শহরে 'ক্যাব' আতঙ্ক! 'এসি' নিয়ে ঘটল তুলকালাম

ফের শহরে 'ক্যাব' আতঙ্ক! 'এসি' নিয়ে ঘটল তুলকালাম
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/FotoJet-46.jpg
শহরে বিগত কয়েকদিন একের পর ‘ক্যাব’ সংক্রান্ত ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। প্রসঙ্গত কলকাতার বাজারে যাত্রীবাহী ক্যাবের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে। উলা, উববের মতো বিভিন্ন অ্যাপ ক্যাব সংস্থা কলকাতায় এক চেটিয়া ব্যবসা করলেও দিনের পর দিন ক্যাবে যাত্রীহয়রানির খবর প্রকাশ্যে এসেছে। এবারও ফের শহরের বুকে এসি নিয়ে ঝামেলা বাঁধায় এক মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। অভিযোগকারিণী গাঙ্গুলিবাগানের বাসিন্দা। গড়িয়াহাট যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে একটি অ্যাপ-ক্যাব বুক করেন। কিন্তু ক্যাবে ওঠার পরেই গন্ডগোলের সূত্রপাত। অভিযোগ, ওই মহিলা যাত্রী চালকে গাড়ির শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের তাপমাত্রা কমানোর কথা বলেন। কিন্তু তাতে কান […]


আরও পড়ুন ফের শহরে 'ক্যাব' আতঙ্ক! 'এসি' নিয়ে ঘটল তুলকালাম

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম