শনিবার, ২২ জুন, ২০২৪

হিমোফিলিয়ার ইঞ্জেকনের অভাব ESI হাসপাতালগুলিতে, বেকায়দায় রোগীরা

হিমোফিলিয়ার ইঞ্জেকনের অভাব ESI হাসপাতালগুলিতে, বেকায়দায় রোগীরা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/FotoJet-15-1.jpg
রাজ্যের ইএসআই হাসপাতালে পাওয়া যাচ্ছে না হিমোফিলিয়ার ওষুধ। ফলে বেকায়দায় পড়তে হয়েছে চিকিত্সা করতে আসা রোগী ও তাঁদের পরিবারদের। সাধারনত হিমোফিলিয়ার ক্ষেত্রে অ্যান্টি হিমোফিলিক ইঞ্জেকশন ‘ফ্যাক্টর-৮’ দিতে হয়। কিন্তু সেই ইঞ্জেকশনই এখন পাওয়া যাচ্ছে না হাসপাতালগুলিতে। কর্তৃপক্ষের দাবি, নতুন করে সরবরাহ না হলে হাসপাতালের কিছু করার নেই। কারণ ইঞ্জেকশন সরবরাহের ক্ষমতা তাঁদের নেই। এদিকে ওয়ার্ল্ড ফেডারশন ফর হিমোফিলিয়ার বক্তব্য, হিমোফিলিয়ায় আক্রান্ত রোগীদের সপ্তাহে তিন বার ফ্যাক্টর-৮ ইঞ্জেকশনটি দিতে হবে। তাতে রোগীর ক্ষতি হওয়ার আশঙ্কা কমবে। হিমোফিলিয়া একটি জিনগত রোগ। সাধারনত মানবদেহে রক্ত তৈরি না হলে এই সমস্যা হয়। কোথাও কেটে গেলে যদি রক্ততঞ্চন না হয় তাহলে হিমোফিলিয়া হয়েছে বলেই চিকিত্সকেরা […]


আরও পড়ুন হিমোফিলিয়ার ইঞ্জেকনের অভাব ESI হাসপাতালগুলিতে, বেকায়দায় রোগীরা

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম