শনিবার, ২২ জুন, ২০২৪

মদ মাংস বাতিল ঘোষণা উদয়নের! কোচবিহারে তৃণমূল হবে নিরামিশাষী?

মদ মাংস বাতিল ঘোষণা উদয়নের! কোচবিহারে তৃণমূল হবে নিরামিশাষী?

এবার মদ মাংসের উপর নয়া ফতোয়া নিয়ে উদয় হলেন উদয়ন গুহ। এমনিতেই কোচবিহার শহরাঞ্চলের একাধিক বুথে খারাপ ফল নিয়ে বেশ ক্ষুব্ধ তিনি। তারওপর বিভিন্ন জায়গা থেকে ঘাস্ফুল শিবিরের একাধিক ছোটো বড় নেতার তোলাবাজি, গা-জোয়ারির অভিযোগ উঠেছে। আর এবার সেটা নিয়েই এবার রীতিমত ক্ষোভে ফেটে পড়লেন উদয়ন। একেবারে খোলা মঞ্চ থেকে নিজের দলের কর্মী-সমর্থকদের সোজা ভাষায় হুঁশিয়ারি দিলেন কোচবিহারের এই দাপুটে নেতা তথা বিধায়ক। কোচবিহারের সদ্যজয়ী সাংসদ জগদীশ বাসুনিয়ার সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে উদয়নের হুমকি- “লোকেদের থেকে টাকা নেবেন,টাকা তুলে পিকনিক করবেন, ফুর্তি করবেন, মদ-মাংস খাবেন আর তার ভুক্তভুগী হবে দল? আপনার অপকর্মের দুর্নাম পোহাতে হবে আমাদের দলকে ? এসব […]


আরও পড়ুন মদ মাংস বাতিল ঘোষণা উদয়নের! কোচবিহারে তৃণমূল হবে নিরামিশাষী?

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম