Roy Krishna: ভয়ঙ্কর ফর্মে রয় কৃষ্ণা, ২ ম্যাচে ৩ গোল
Roy Krishna: ভয়ঙ্কর ফর্মে রয় কৃষ্ণা, ২ ম্যাচে ৩ গোল
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/07/Roy-Krishna-Odisha-FC.jpg
ক্লাব ফুটবলে নতুন মরসুম শুরু হওয়ার আগে ভালো ফর্মে রয়েছেন রয় কৃষ্ণা (Roy Krishna)। পরপর ম্যাচে গোল করলেন তিনি। OFC Men’s Nations Cup-এর দুই ম্যাচে ৩ গোল হয়ে গেল তাঁর। সামওয়ার বিরুদ্ধে ম্যাচে দাপটের সঙ্গে খেলেছে ফিজি। এই ম্যাচে কৃষ্ণা করেছেন দুটি গোল। গোল করানোর ক্ষেত্রেও রেখেছেন অবদান। ৯-১ গোলে ফিজি পরাজিত করেছে সামওয়াকে। ফিজির পরের ম্যাচ তাহিতির বিরুদ্ধে। এখন নিজের দেশ ফিজির হয়ে খেলছেন রয় কৃষ্ণা। OFC Men’s Nations Cup-এ অংশ নিয়েছে ফিজি। টুর্নামেন্টের গ্ৰুপ বি-তে রয়েছে ফিজি। গ্ৰুপ পর্যায়ের প্রথম ম্যাচেই তারা পাপুয়া নিউগিনিকে হারিয়েছিল ৫-১ গোলে। একটি গোল করেছেন রয় কৃষ্ণা। আরো দুটি গোলের পিছনে সরাসরি অবদান […]
আরও পড়ুন Roy Krishna: ভয়ঙ্কর ফর্মে রয় কৃষ্ণা, ২ ম্যাচে ৩ গোল
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম