বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

ফিরল গালওয়ানের স্মৃতি, সাগরে এবার বর্শা-ছুরি-হাতুড়ি দিয়ে আক্রমণ করল চিন সেনারা

ফিরল গালওয়ানের স্মৃতি, সাগরে এবার বর্শা-ছুরি-হাতুড়ি দিয়ে আক্রমণ করল চিন সেনারা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/SOUTH-CHINA-SEA.jpg
ফের একবার গালওয়ানের স্মৃতি ফিরল এক দেশে। চিন যেন নিজের চিরাচরিত স্বভাব থেকে বেরোতেই পারছে না। এবার ঘটনাস্থল দক্ষিণ চিন সাগর। মাঝ সাগরে এবার চিনের সেনা এবং ফিলিপিন্সের মধ্যে নৌসেনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল বৃহস্পতিবার। দক্ষিণ চিন সাগরে চিন ও ফিলিপিন্সের মধ্যকার বিরোধ বৃহস্পতিবার রক্তাক্ত হামলায় পরিণত হয়। ফিলিপিন্সের নৌবাহিনীর সঙ্গে ভারতের গালওয়ানের মতো নৃশংস ঘটনা ঘটিয়েছে চিন বলে অভিযোগ। জানলে অবাক হবেন, দক্ষিণ চিন সাগরে ফিলিপিন্সের নৌবাহিনীর ওপর হাতুড়ি ও ছুরি নিয়ে হামলা চালিয়েছে চিন। চিন সেনারা ফিলিপিন্সের সেনাবাহিনীর নৌকাতেও হামলা চালায়। এর আগে সোমবার ফিলিপাইনের একটি সরবরাহ জাহাজের সঙ্গে চিনের একটি জাহাজের সংঘর্ষ হয়। এতে উত্তেজনা চরমে ওঠে। […]


আরও পড়ুন ফিরল গালওয়ানের স্মৃতি, সাগরে এবার বর্শা-ছুরি-হাতুড়ি দিয়ে আক্রমণ করল চিন সেনারা

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম