বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

না দেখেই রেফার, আর তাতেই চরম পরিণতি প্রসূতির

না দেখেই রেফার, আর তাতেই চরম পরিণতি প্রসূতির
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/11/Murder-in-howrah.jpg
প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বাউড়িয়া ফোর্ট গ্লস্টার স্টেট জেনারেল হাসপাতাল চত্বর।বাউড়িয়া ফোর্ট গ্লস্টার স্টেট জেনারেল হাসপাতালে প্রসূতি বিভাগে মৃত্যু হয় চিকিৎসাধীন মমতা রাজভরের (২৬)। হাসপাতাসলের স্টাফ রুমের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর আত্মীয়রা। বুধবার রাতে প্রসব যন্ত্রণা ওঠায় রোগীর পরিবারের সদস্যরা তাকে ভর্তি করে উলুবেড়িয়ার বাউড়িয়া ফোর্ট গ্লস্টার স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু সেখানে কোনরখম চিকিৎসা না দিয়ে স্থানান্তরিত করা হয় অন্য হাসপাতালে। যার কারণে প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। সেই প্রসূতিকে হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে যাওয়ার আগেই সে মারা যায়। এই ঘটনার পরেই পরিজনরা অভিযোগ তোলেন যে, হাসপাতালের গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ […]


আরও পড়ুন না দেখেই রেফার, আর তাতেই চরম পরিণতি প্রসূতির

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম