মমতা ফিরতেই কোচবিহারে 'খেলা' শুরু তৃণমূলের! ঘুম উড়েছে বিজেপির
মমতা ফিরতেই কোচবিহারে 'খেলা' শুরু তৃণমূলের! ঘুম উড়েছে বিজেপির
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/Nisith-Pramanik-Mamata-Bane.jpg
পদ্মবনে ফুটেছে ঘাসফুল (Mamata Banerjee)! কোচবিহার লোকসভা কেন্দ্রে দখল করেছে তৃণমূল। তার পর থেকেই কোচবিহারে বিজেপি ছাড়ার হিরিক পড়েছে। প্রায় প্রতিদিনই নিয়ম করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন শয়ে শয়ে নেতা-কর্মী। দিন কয়েক আগেই কোচবিহারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ফিরতেই কোচবিহারে বড় ভাঙন। বৃহস্পতিবার কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্দরন ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস। এদিন ওই পঞ্চায়েতের বিজেপি সদস্য সবিতা সাহা, কৃষ্ণ বর্মন, প্রশান্ত বর্মন তৃণমূল যোগ দেন। কয়েকজন বুথ সভাপতি এবং প্রায় ২০০ বিজেপি কর্মী সমর্থকও এদিন ফুলবদল করেন। দলবদলকারী নেতাদের কথায়, নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী কোনও কাজ করেন না। এলাকায় তাঁকে দেখাই যায় না। […]
আরও পড়ুন মমতা ফিরতেই কোচবিহারে 'খেলা' শুরু তৃণমূলের! ঘুম উড়েছে বিজেপির
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম