মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

'কেন করলে এরকম?', স্প্যানার দিয়ে প্রাক্তন প্রেমিকার মাথায় মারতে মারতে প্রশ্ন যুবকের

'কেন করলে এরকম?', স্প্যানার দিয়ে প্রাক্তন প্রেমিকার মাথায় মারতে মারতে প্রশ্ন যুবকের
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/mumbai-bhasai-murder.jpg
প্রেমিকা অন্য জনের প্রেমে পড়েছে। অবিশ্বাসের জেরে শেষ হয়েছিল সম্পর্ক। তার পরিণতিও হল ভয়ঙ্কর। গাড়ির স্প্যানার দিয়ে প্রেমিকার মাথায় একাধিকবার আঘাত করে খুন করলেন এক যুবক, তাও প্রকাশ্যে। কিন্তু আশপাশের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখল, এগিয়ে এল না হস্তক্ষেপ করতে। পুলিশ বলছে, ঘটনাটি সকাল সাড়ে ৮টার নাগাদ ভাসাইয়ের পূর্ব চিঞ্চপাদা এলাকায় ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম রোহিত যাদব। নিহত আরতি যাদব সেসময় কাজে যাচ্ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছিলেন আরতি। আর পিছন পিছন হাঁটছিলেন রোহিত। হাতে ছিল গাড়ির স্ক্রু ঠিক করার স্প্যানার। পিছন থেকে আরতির মাথায় স্প্যানার দিয়ে মারেন রোহিত। ১৫ বার এই মার চলে। […]


আরও পড়ুন 'কেন করলে এরকম?', স্প্যানার দিয়ে প্রাক্তন প্রেমিকার মাথায় মারতে মারতে প্রশ্ন যুবকের

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম