মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

বাগদা আসনে জট অব্যাহত, অধীরর চিঠিতে 'অস্বস্তিতে' জোট

বাগদা আসনে জট অব্যাহত, অধীরর চিঠিতে 'অস্বস্তিতে' জোট
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/cpim-n.jpg
নিউজ ডেস্ক: বাগদা আসনকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী শিবিরে জটিলতা এখনও অব্যাহত। এরমধ্যে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে প্রদেশ কংগ্রেস সভাপতির চিঠি বিরোধী জোটে সংঘাতের জল্পনাকে জোরালো করে তুলেছে। আসন্ন উপনির্বাচনে উত্তর ২৪ পরগনার বাগদা আসনে কংগ্রেস প্রার্থী দেবে বলে প্রথম থেকেই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু হঠাত্ করে বামেদের পক্ষ থেকে ফরোয়ার্ড ব্লকের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে বাম-কংগ্রেসের মধ্যে চাপানউতোর শুরু হয়। প্রথ্মে আসন রফা নিয়ে ঠিক ছিল চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে রায়গঞ্জ এবং বাগদা আসন দুটিকে কংগ্রেসের জন্য ছেড়ে দেবে বামেরা। সেইমতো কথা এগোচ্ছিল। কিন্তু মাঝপথে সুরে তাল কাটল ফরোয়ার্ড ব্লক। আলিমুদ্দিন সূত্রে জানা গিয়েছে, বামেদের ওপর একরকম চাপ […]


আরও পড়ুন বাগদা আসনে জট অব্যাহত, অধীরর চিঠিতে 'অস্বস্তিতে' জোট

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম