রবিবার, ৩০ জুন, ২০২৪

চোপড়ায় মহিলা পিটিয়ে অবশেষে ধৃত তৃণমূল নেতা তাজম্নুল জেসিবি

চোপড়ায় মহিলা পিটিয়ে অবশেষে ধৃত তৃণমূল নেতা তাজম্নুল জেসিবি
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/Trinamool-Leader-JCB-Arrested-for-Assaulting-Woman-in-Chopra.jpg
ধরা পড়ল তৃণমূল নেতা তাজম্মুল জেসিবি। তার বিরুদ্ধে অভিযোগ, খাপ পঞ্চায়েত বসিয়ে এক মহিলাকে মারধর করার। ভাইরাল ভিডিও ঘিরে প্রবল অস্বস্তিতে শাসকদল তৃণমূল কংগ্রেস। ধৃত জেসিবি চোপড়ার (Chopra) বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ। উত্তর দিনাজপুরের চোপড়ার এই ভাইরাল ভিডিওতে দেশ আলোড়িত। জেলা সিপিআইএম সর্বপ্রথম দাবি করে জেসিবি একজন তৃণমূল নেতা। চাপের মুখে অভিযুক্ত জেসিবির সঙ্গে দলের ঘনিষ্ঠতা স্বীকার করে নেন বিধায়ক হামিদুর রহমান। ভিডিওতে দেখা যাচ্ছে মারধর করার সময় মহিলা রাস্তায় পড়ে চিতকার করছেন। তার আর্তনাদ দেখছে অনেকে। এক পুরুষকেও লাঠি দিয়ে মারা হচ্ছে। জানা গেছে,যে মহিলাকে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে সে বিবাহিত। অভিযোগ ওই মহিলা বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িত। […]


আরও পড়ুন চোপড়ায় মহিলা পিটিয়ে অবশেষে ধৃত তৃণমূল নেতা তাজম্নুল জেসিবি

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম