রবিবার, ৩০ জুন, ২০২৪

CFL: টালিগঞ্জের বিপক্ষে বড় ব্যবধানে জয় লাল-হলুদের

CFL: টালিগঞ্জের বিপক্ষে বড় ব্যবধানে জয় লাল-হলুদের
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/East-Bengal-Triumphs-with-Big-Win-Against-Tollygunge.jpg
জয় দিয়ে কলকাতা ফুটবল লিগের (CFL) অভিযান শুরু করল ইমামি ইস্টবেঙ্গল। নির্ধারিত সূচী অনুসারে আজ দুপুরে বারাকপুর স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে খেলতে নেমেছিল লাল-হলুদের ছোটরা। নির্ধারিত সময়ের শেষে ৭-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল দল। আজ জোড়া গোল করেন জেসিন টিকে। এছাড়াও আজ গোল পান যথাক্রমে শ্যামল, আমন,সুব্রত, আনন্ধু এবং সায়ন। অপরদিকে, টালিগঞ্জের হয়ে একটি মাত্র গোল করেন সঞ্জয়। শুরুতেই দলের এই বড় ব্যবধানে জয় নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। এবার এই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য বিনো জর্জের ছেলেদের। এটি এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ হলেও প্রথম থেকেই যথেষ্ট চাপ মুক্ত থেকেছে তন্ময়রা। প্রথম থেকেই দাপট থেকেছে লাল-হলুদের। ম্যাচের ঠিক […]


আরও পড়ুন CFL: টালিগঞ্জের বিপক্ষে বড় ব্যবধানে জয় লাল-হলুদের

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম