বিজেপির 'ভূতুরে বুথ-কর্মী' কারা? রহস্য় উন্মোচনে জারি চর্চা
বিজেপির 'ভূতুরে বুথ-কর্মী' কারা? রহস্য় উন্মোচনে জারি চর্চা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/FotoJet-46-2.jpg
ভোটের জন্য বরাদ্দ তহবিলের টাকা নয়ছয়ের অভিযোগ বিজেপির ( West Bengal Bjp) ভেতর থেকে বিগত কয়েকদিন ধরেই উঠেছে। লোকসভা ভোটে হতাশাজনক ফলাফল হতেই টাকা নয়ছয় নিয়ে দলীয় কর্মীদের কাঠগড়ায় তোলেন কৃষ্ঞনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় (Amrita Roy)। তারপর দলের প্রচারের টাকা নয়ছয় নিয়ে নেতাদের মধ্যে হাতাহাতির দৃশ্যও দেখেছে বারুইপুর। যার জেরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্যের গেরুয়া শিবিরকে। আর সেইসমস্ত বিষয় নিয়েই দলের অন্দরে চর্চা শুরু হয়েছে জোরকদমে। দলের নেতাদের অভিযোগ বরাদ্দ টাকার সিংহভাগই পৌঁছায়নি সংগঠনের নিচুস্তরে। ফলে তৃণমূলস্তরে অর্থ্যাত্ বুথস্তরে কার্যকলাপ অনেকটাই আশানুরূপ হয়নি বলেই দাবি তাঁদের। যদিও খাতায়-কলমে বুথের নাম থাকলেও বাস্তবে তার কোনও অস্তিত্ব ছিল না। ফলে […]
আরও পড়ুন বিজেপির 'ভূতুরে বুথ-কর্মী' কারা? রহস্য় উন্মোচনে জারি চর্চা
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম