বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

ফাঁপড়ে মহঃ সেলিম, রে-রে করে বড় প্রশ্ন সিপিআইএম কর্মীদের

ফাঁপড়ে মহঃ সেলিম, রে-রে করে বড় প্রশ্ন সিপিআইএম কর্মীদের

নিউজ ডেস্ক: সিপিএমের রাজ্যে কমিটির বৈঠকে ধুন্ধুমার। লোকসভা ভোটে পরাজয় নিয়ে রাজ্য কমিটির নেতাদের কাঠগড়ায় তুলল নিচুতলার বামকর্মীরা। বুধবার সিপিএম রাজ্য কমিটির বৈঠকে ভোটে এই হতাশাজনক ফলাফলের কারণ কি? তা নিয়েই কাঁটাছেড়া চলছিল। প্রথমে সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাত্ সুর কাটলেন হুগলি জেলার কোনও এক পঞ্চায়েতস্তরের নেতা। তিনি বলে বসেন, রাজ্য সম্পাদক নিজে কেন ভোটে দাঁড়িয়েছেন? অর্থ্যত্ তাঁর নিশানায় যে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, তা বুঝতে কারওরই অসুবিধা হয়নি। ততক্ষণে হুগলির ওই জেলা নেতার পাশে দাঁড়িয়েছেন বর্ধমানের কৃষকসভার নেতা অমল হালদার। তিনিও সেলিমের প্রার্থী হওয়ার যৌক্তিকতা খুঁজে পাননি বলেই জানান। নিচুতলার নেতা-কর্মীদের এমন মনোভাব থাকায় অস্বস্তিতে পড়তে হয় সিপিএম […]


আরও পড়ুন ফাঁপড়ে মহঃ সেলিম, রে-রে করে বড় প্রশ্ন সিপিআইএম কর্মীদের

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম