ঈদের দিনেই চটে গেলেন স্বরা! আমিষ নিরামিষ নিয়ে বাঁধালেন বিতর্ক
ঈদের দিনেই চটে গেলেন স্বরা! আমিষ নিরামিষ নিয়ে বাঁধালেন বিতর্ক
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/FotoJet-64.jpg
ঈদের দিনই আমিষ নিরামিষ নিয়ে বাঁধালেন ঘোর বিতর্ক। শুধু তাই নয়, জল গড়াল সমাজমাধ্যমের বাকবিতণ্ডায়। জানা গিয়েছে, একটি ফুদ ব্লগার ঈদের দিন পোস্ট করেছিলেন যে, ”আমি গর্বিত, আমি নিরামিষশী।”সেই পোস্টের বিরুদ্ধে গর্জে উঠলেন স্বরা ভাস্কর। বখরি ইদের দিন নলিনী উনাগর নামের ফুড ব্লগার এই ছবি পোস্ট করেন। সঙ্গে তিনি লেখেন, ‘‘আমি গর্বিত কারণ আমি নিরামিষাশী। আমার থালায় কারও চোখের জল নেই। আমার থালায় নিষ্ঠুরতা ও অপরাধ নেই।’’ এই পোস্ট দেখেই ওই ফুড ব্লগারকে পাল্টা দেন স্বরা। তিনি আন্দাজ করেন, ইদ বলেই এই পোস্ট করেছেন ফুড ব্লগার। স্বরা তাঁর পোস্টে লেখেন, ‘‘সত্যি বলছি, আমি নিরামিষাশীদের এই আত্ম-ধার্মিকতার ঔদ্ধত্য বুঝতে পারি না। […]
আরও পড়ুন ঈদের দিনেই চটে গেলেন স্বরা! আমিষ নিরামিষ নিয়ে বাঁধালেন বিতর্ক
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম