ব্যর্থ 'বন্দে-ভারতের' বলি কাঞ্চনজঙ্ঘা! রেলের তুঘলকি মানসিকতাতেই আবার মৃত্যুমিছিল?
ব্যর্থ 'বন্দে-ভারতের' বলি কাঞ্চনজঙ্ঘা! রেলের তুঘলকি মানসিকতাতেই আবার মৃত্যুমিছিল?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/kanchanjungha-express.jpg
যেন বলা যেতে পারে প্রদীপের নিচেই অন্ধকার। যে দেশে বুলেট ট্রেন চালানোর স্বপ্ন দেখানো হয়, ঘটা করে বন্দে ভারতের উদ্বোধন করা হয়, গতির সাথে পাল্লা দিয়ে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ফলাও করে প্রচার করা হয়, সেই দেশে বারংবার এই একই ঘটনা। অ্যান্টি-কলিশন ডিভাইস থেকে শুরু করে আন্টি-টেলিস্কোপিক বডি, আধুনিকীকরণের একাধিক কথা বলা হয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে সেই অশ্বডিম্ব প্রসবই হয়েছে। এক দশক আগের জ্ঞানেশ্বরী এক্সপ্রেসই হোক বা আজকের কাঞ্চনজঙ্ঘা, সময় পাল্টালেও দুর্ঘটনার ধরণ বা কারণ, কোনোটাই কিন্তু পাল্টালো না। সেই মালগাড়ির সাথেই মুখোমুখি সংঘর্ষ, একই ধরনের দুমড়ে মুচড়ে যাওয়া বগির ছবি, সেই যাত্রীদের হাহাকার, দমচাপা আর্তনাদের করুণ চিত্র আবারও একই রকম ভাবেই […]
আরও পড়ুন ব্যর্থ 'বন্দে-ভারতের' বলি কাঞ্চনজঙ্ঘা! রেলের তুঘলকি মানসিকতাতেই আবার মৃত্যুমিছিল?
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম