দুয়ারে 'বর' প্রকল্প! ভরা বাজারে হাঁকা হচ্ছে বরের দাম
দুয়ারে 'বর' প্রকল্প! ভরা বাজারে হাঁকা হচ্ছে বরের দাম
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/FotoJet-63.jpg
ভ্যানের উপর বসে আছে বর। সেই বরের দর হাঁকাচ্ছে ফেরিওয়ালা। ৫০০ থেকে শুরু বরের দাম। সবচেয়ে দামী বরের দাম ৫০০০। এমনই দৃশ্য দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানে। শুধু তাই নয় ফেরীওয়ালার গলায় শোনা যাচ্ছে যে ৫০০ টাকার বরের কোনও গ্যারন্টি নেই। এমনই আজব কাণ্ডে, চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বুড়ো শিবের গাজনকে ঘিরে প্রতি বছর সেখানে রঙ্গ-তামাশা হয়। তিন দিনের গাজনকে ঘিরে গোটা গ্রামে উন্মাদনা থাকে। এ বার গাজন উপলক্ষেই এই বর ফেরি! ফেরিওয়ালাদের সঙ্গে দরদাম করলেন গ্রামবাসীরাও। কেউ কেউ একটু ঠাট্টা করে বললেন, ‘‘এ যেন একেবারে দুয়ারে বর পরিষেবা!’’ এক পুরোহিত সংবাদমাধ্যমকে জানান যে,দীর্ঘ দিনের পুরানো রীতি মেনেই খণ্ডঘোষের […]
আরও পড়ুন দুয়ারে 'বর' প্রকল্প! ভরা বাজারে হাঁকা হচ্ছে বরের দাম
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম