শনিবার, ২৯ জুন, ২০২৪

ভাঙা দাঁত-ইন্সটাগ্রাম রিল, যন্ত্রণা কাটিয়ে দেড় দশক পর ভাইকে খুঁজে পেলেন দিদি

ভাঙা দাঁত-ইন্সটাগ্রাম রিল, যন্ত্রণা কাটিয়ে দেড় দশক পর ভাইকে খুঁজে পেলেন দিদি
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/Instagram-Reels-How-UP-Siblings-Reunited-After-18-years.jpg
গল্প নয়, সত্যি। ঘটনা বছর ১৮ আগের। কাজের সন্ধানে কানপুরের ফতেপুরের ইনায়েতপুর গ্রাম থেকে মুম্বই গিয়েছিলেন তরুণ গোবিন্দ। আর সেই সময়ই ঘটে বিপত্তি। বন্ধুদের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন হয় তার। এরপর আর বাড়ি ফিরতে পারেনি গোবিন্দ। রাস্তায় রাস্তায় দিন কয়েক কাটার পর সে অসুস্থ হয়ে পড়ে। সেই অবস্থাতেও বাড়ি ফিরতে মরিয়া ছিল ওই তরুণ। শেষমেষ কানপুরগামী একটি ট্রেনে উঠে পড়ে সেই হরিয়ে যাওয়া তরুণ। কিন্তু কানপুরের বদলে ওই তরুণ পৌঁছে যায় রাজস্থানের জয়পুরে! জয়পুর স্টেশনেই পথ-হারা গোবিন্দের সঙ্গে পরিচয় ঘটে এক ব্যক্তির। তাঁর চেষ্টাতেই অসুস্থতা কাটিয়ে ওঠে সব খোয়ানো তরুণটি। ওই সহৃদয় ব্যক্তিই গোবিন্দকে কারখানায় চাকরির প্রস্তাব দেন। এভাবেই চলতে […]


আরও পড়ুন ভাঙা দাঁত-ইন্সটাগ্রাম রিল, যন্ত্রণা কাটিয়ে দেড় দশক পর ভাইকে খুঁজে পেলেন দিদি

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম