শনিবার, ২৯ জুন, ২০২৪

বউবাজারের ছায়া সল্টলেকে, মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন যুবককে

বউবাজারের ছায়া সল্টলেকে, মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন যুবককে
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/FotoJet-41.jpg
বউবাজারের ছায়া এবার সল্টলেকে। মোবাইল চোর সন্দেহের বশে পিটিয়ে খুন করা হল এক যুবককে। বউবাজারের পর এদিন সল্টলেকে পরপর দুদিন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রসেনজিত মণ্ডল। বয়স মাত্র ২২। এদিন মোবাইল চের সন্দেহে আচমকাই তাঁকে ঘিরে ধরে কয়েকজন ব্যক্তি। তারপর বেধড়ক মারধরের ফলে মৃত্যু হয় তাঁর। পরে গুরুতর আহত অবস্থায় করুণাময়ী কাছে একটি হাসপাতালে ভর্তি নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে ইলেক্র্নিক কমপ্লেক্স থানার পুলিশ।    এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার […]


আরও পড়ুন বউবাজারের ছায়া সল্টলেকে, মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন যুবককে

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম