শনিবার, ২৯ জুন, ২০২৪

এক সঙ্গে ৩ কোচকে নিশ্চিত করল Punjab FC

এক সঙ্গে ৩ কোচকে নিশ্চিত করল Punjab FC
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/07/Punjab-FC.jpg
পাঞ্জাব এফসি (Punjab FC) ২০২৪-২৫ ভারতীয় ফুটবল মরসুমের জন্য পানাগিওটিস দিলম্পেরিসকে তাদের প্রধান কোচ হিসাবে নিয়োগ করেছে। ক্লাবটি পাপাইওনাউ আইওনিসকে স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ এবং কনস্ট্যান্টিনোস কাতসারাসকে সহকারী কোচ হিসাবে নিয়োগ করার কথা জানিয়েছে। Mohun Bagan SG: মোহনবাগানের মাঝমাঠ জল্পনায় স্পষ্ট হল দু’টো বিষয় পাঞ্জাব এফসির ফুটবল ডিরেক্টর নিকোলাস তোপোলিয়াতিস বলেছেন, ‘দিলম্পেরিসকে ক্লাবের প্রধান কোচ হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। সাফল্য পাওয়ার লক্ষ্যে আমাদের এই পদক্ষেপ। তরুণ খেলোয়াড়দের প্রতিভা উন্নয়নের ব্যাপারে কোচ উপযুক্ত ব্যক্তি বলে আমার বিশ্বাস রয়েছে।’ দিলম্পেরিস গত মরসুমে এরমিওনিদা এফসির প্রধান কোচ ছিলেন। তাঁর ১৫ বছরের কোচিং কেরিয়ার জুড়ে পানসেরাইকোস এফসি, রচেস্টার এনওয়াই এফসি এবং ইরাকলিস […]


আরও পড়ুন এক সঙ্গে ৩ কোচকে নিশ্চিত করল Punjab FC

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম