'সামু-রেই'-এর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিল Jamshedpur FC
'সামু-রেই'-এর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিল Jamshedpur FC
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/Rei-Tachikawa.jpg
জাপানের তারকা মিডফিল্ডার রেই তাচিকাওয়ার সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। রে আরও দুই মরসুমের জন্য মেন অফ স্টিলের সঙ্গে যুক্ত থাকবেন। Sajal Bag: ISL খেলা সজল নিজেকে চেনালেন আরও একবার জামশেদপুর এফসি’র হয়ে তাচিকাওয়ার প্রথম মরসুমে প্রভাব বিস্তার করতে পেরেছিলেন। ২৬ বছর বয়সী এই ফুটবলার ইন্ডিয়ান সুপার লিগ ও কলিঙ্গ সুপার কাপে ২২টি ম্যাচ খেলে পাঁচটি গোল করার পাশাপাশি ২৫টি সুযোগ তৈরি করেছিলেন। তাচিকাওয়া দলের প্রধান কোচ খালেদ জামিলের কোচিংয়ে অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হিসেবে উঠে এসেছিলেন। এই বিদেশি ফুটবলার সম্পর্কে জামশেদপুর এফসির হেড কোচ খালিদ জামিল বলেছেন, ‘রে নিজেকে একজন টেকনিক্যাল ও ক্ষুরধার খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছে। […]
আরও পড়ুন 'সামু-রেই'-এর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিল Jamshedpur FC
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম