শনিবার, ৩০ মার্চ, ২০২৪

Hyderabad FC: নতুন করে সেজে উঠছে হায়দরাবাদ এফসির হোম গ্ৰাউন্ড

Hyderabad FC: নতুন করে সেজে উঠছে হায়দরাবাদ এফসির হোম গ্ৰাউন্ড
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/03/Hyderabad-FCs-Home-Ground.jpg
একটা সময় আইএসএল চ্যাম্পিয়ন হলেও এই ফুটবল মরশুমে একেবারেই ছন্দে নেই হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। টুর্নামেন্টের প্রথম লেগে একটি ও ম্যাচে জয় পাওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে। যা নিয়ে প্রচন্ড হতাশা ছিল সমর্থকদের মধ্যে। তবে পরবর্তীতে এই চলতি মাসের শুরুতে জয়ের সরনীতে ফিরে আসে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। অ্যাওয়ে ম্যাচে তারা পরাজিত করে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসিকে। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জিতে ছিল সিংতোর দল। একটি মাত্র গোল পেয়েছিলেন সাজাদ হোসেন প্যারে। তবে এই ম্যাচেই লাল কার্ড দেখতে হয় মহম্মদ রফিকে। যার দরুণ পরবর্তীতে ফের চাপে পড়ে যেতে হয়েছে তাদের। তবে এরপর গত বেশ কয়েক সপ্তাহ ধরেই বন্ধ […]


আরও পড়ুন Hyderabad FC: নতুন করে সেজে উঠছে হায়দরাবাদ এফসির হোম গ্ৰাউন্ড

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম