Mukhtar Ansari: মুখতার আনসারির 'জানাজা' ঘিরে উত্তেজনা দেখলেই গুলি চালাবে পুলিশ, সতর্ক যোগী
Mukhtar Ansari: মুখতার আনসারির 'জানাজা' ঘিরে উত্তেজনা দেখলেই গুলি চালাবে পুলিশ, সতর্ক যোগী
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/03/Mukhtar-ansari.jpg
গ্যাংস্টার-রাজনীতিবিদ মুখতার আনসারির (Mukhtar Ansari) শেষকৃত্য (জানাজা) আজ তার জন্মস্থান উত্তর প্রদেশের গাজিপুরে কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে জেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় বহু চর্চিত মাফিয়া রাজনীতিক। স্বাধীনতা সংগ্রামে জড়িত অত্যন্ত গৌরবশালী পরিবারের সন্তান হয়েও মুখতার আনসারি ছিল একজন মাফিয়া। বহু খুন লুঠ ও বাহুবলী রাজনীতিক। লোকসভা ভোটের আগেই জেলে তার মৃত্যুর কারণ বিষ প্রয়োগ এমনই অভিযোগ তুলেছে আনসারির পরিবার। শনিবার সকালে মাফিয়া রাজনীতিক মুখতার আনসারির মরদেহ গাজীপুরে নিয়ে যাওয়া হয় এবং সকাল ১০টার দিকে জানাজা (শেষকৃত্য) হবে। জারি হয়েছে ১৪৪ ধারা। উত্তেজনা ছড়ালে পরিস্থিতি সামাল দিতে গুলি চালাবে পুলিশ। জানা গেছে লখনউ থেকে সর্বক্ষণ পরিস্থিতি দেখবেন […]
আরও পড়ুন Mukhtar Ansari: মুখতার আনসারির 'জানাজা' ঘিরে উত্তেজনা দেখলেই গুলি চালাবে পুলিশ, সতর্ক যোগী
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম