Hugo Boumous: বুমোসকে নিয়ে জল্পনা দল বদলের বাজারে, ছাড়বেন মোহনবাগান?
Hugo Boumous: বুমোসকে নিয়ে জল্পনা দল বদলের বাজারে, ছাড়বেন মোহনবাগান?
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/10/Hugo-Boumous.jpg
আইএসএলের পাশাপাশি এবারের ডুরান্ড কাপে মোহনবাগান সুপারজায়ান্টস দলের সাফল্যের অন্যতম কান্ডারী ছিলেন হুগো বুমোস (Hugo Boumous)। মাঝমাঠের তথা আপফ্রন্টে তার অনবদ্য পারফরম্যান্স যথেষ্ট চাপে ফেলে দিতে পারে প্রতিপক্ষ দলগুলিকে। সেই সুবাদেই গত মরশুমে অনায়াসেই দেশের প্রথম ডিভিশনের এই ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল ময়দানের অন্যতম প্রধান। সেই ধারাই বজায় থেকেছে এই সিজনে। তারপর একের পর এক দলকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট সক্রিয়তা দেখায় এই ফুটবল দল। কিন্তু প্রথম লেগের শেষটা খুব একটা ভালো থাকেনি সবুজ-মেরুনের। হুয়ান ফেরেন্দোর জামানায় পরপর তিনটি ম্যাচ হারতে হয়েছিল তাদের। পরবর্তীতে বদল করা হয় দলের কোচ। পুরোনো কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের হাতে চলে আসে দায়িত্ব। দ্বিতীয় […]
আরও পড়ুন Hugo Boumous: বুমোসকে নিয়ে জল্পনা দল বদলের বাজারে, ছাড়বেন মোহনবাগান?

0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম