সোমবার, ২৫ মার্চ, ২০২৪

Gaurav Shaw: সুহেলের পেনাল্টি সেভ করা কে এই গৌরব? জেনে নিন

Gaurav Shaw: সুহেলের পেনাল্টি সেভ করা কে এই গৌরব? জেনে নিন
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/03/Gaurav-Shaw-football.jpg
পেনাল্টি সেভ করে ম্যাচের অন্যতম স্টার গৌরব শ (Gaurav Shaw)। সায়ন, শ্যামলদের মাঝে ইস্টবেঙ্গলের গৌরবের অবদান ছোটো করার মতঅবস্থায় না। কিন্তু কে এই গৌরব? ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলার আগে কতটা পথ পাড়ি দিয়েছিলেন তরুণ এই গোলকিপার? আরএফডিএল-এর আগের ডার্বিতে ৫-১ গোলে জয় পেয়েছিল মোহনবাগান। এদিনের ম্যাচে ইস্টবেঙ্গল জর টক্কর দিয়েছে বাগানকে। ম্যাচের শুরু থেকে গোল করার অন্য চেষ্টা করেছিল দুই দল। বাগানের কিছুটা অবিন্যস্ত খেলার সুযোগ নিয়ে আক্রমণ গড়ে তোলার কিছু চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু বিরতির আগে পর্যন্ত খেলার স্কোর ছিল ০-০। দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ পুরোপুরি চলে গিয়েছিল ইস্টবেঙ্গলের কাছে। ইস্টবেঙ্গলের পক্ষে খেলা শেষ হয় ২-০ গোলে। আগের ডার্বিতে ৫ […]


আরও পড়ুন Gaurav Shaw: সুহেলের পেনাল্টি সেভ করা কে এই গৌরব? জেনে নিন

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম