chandrayaan: চন্দ্রযান ৩'এর ল্যান্ডিং পয়েন্টের নাম 'শিবশক্তি',মান্যতা দিলো বিশ্ব
chandrayaan: চন্দ্রযান ৩'এর ল্যান্ডিং পয়েন্টের নাম 'শিবশক্তি',মান্যতা দিলো বিশ্ব
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/03/FotoJet-12-6.jpg
গত কেয়েক বছরে ভারত যে আকাশ গবেষণায় দ্রুত এগিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ভারতের মহাকাশ গবেষণা বিজ্ঞানের জগতে অন্যতম বড় মাইলস্টোন পার করেছে চন্দ্রযান-৩এর হাত ধরে। ২০২৩ সালে ১৪০ কোটি দেশবাসীর আশা পূরণ করে চাঁদের মাটিতে পা রেখেছিল ভারতের চন্দ্রযান ৩। আর চাঁদে যে পয়েন্টে গিয়ে ভারতের চন্দ্রযান ৩ ল্যান্ড করেছিল, সেই জায়গার নাম ‘শিবশক্তি’ রেখেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দেওয়া এই নম আন্তর্জাতিক স্বীকৃতি পেলো। ‘শিবশক্তি’ নামটিতে মান্যতার শিলমোহর দিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। জানা গিয়েছে, ১৯ মার্চ এই অনুমোদন এসেছে প্রতিষ্ঠানের তরফে। উল্লেখ্য, অন্তর্জাতিক মঞ্চের তরফে এই অনুমোদন দেশের মহাকাশ বিজ্ঞান গবেষণার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ […]
আরও পড়ুন chandrayaan: চন্দ্রযান ৩'এর ল্যান্ডিং পয়েন্টের নাম 'শিবশক্তি',মান্যতা দিলো বিশ্ব
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম