সোমবার, ২৫ মার্চ, ২০২৪

JNU : লাল দুর্গ আবার ধরে রাখলো বামেরা

JNU : লাল দুর্গ আবার ধরে রাখলো বামেরা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/03/FotoJet-11-6.jpg
যাদবপুরের মতো জহরলাল নেহেরু ইউনিভার্সিটি বেশ কয়েক বছর ধরেই বামেদের আধিপত্য। এ বছরও তার ব্যতিক্রম হয় নি। করোনা পরিস্থিতির জন্য মাঝে ভোট বন্ধ ছিল। ২০১৯-এর পর প্রথমবার ছাত্র সংসদ ভোট হল দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে। করোনা পরিস্থিতির পর এই প্রথমবার ভোট হল। আর এবারও ‘লালদূর্গ’ ধরে রাখল বামেরা। গত শুক্রবার হয় ভোটগ্রহণ। রবিবার সকাল থেকে চলে গণনা। শুরুর দিকে কয়েকটি আসনে এবিভিপি এগিয়ে থাকলেও রাতের মধ্যে ফলাফল স্পষ্ট হয়ে যায়। মূল চারটি আসনেই এগিয়ে যায় বামেরা। কার্যত চার-শূন্য-তে এবিভিপি-কে পিছনে ফেলে দেয় বামেরা। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন বাম প্রার্থী ধনঞ্জয়। অন্যদিকে, সহ সভাপতি পদে জয়ী হয়েছেন বাংলার ছেলে অভিজিৎ ঘোষ। […]


আরও পড়ুন JNU : লাল দুর্গ আবার ধরে রাখলো বামেরা

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম