শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

Ram Mandir: রাম জন্মভূমিতে 'ঈশ্বরের বরপুত্র' মোদীর জমকালো রোড শো

Ram Mandir: রাম জন্মভূমিতে 'ঈশ্বরের বরপুত্র' মোদীর জমকালো রোড শো
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/Ram-mandir-3.jpg
নতুন সংসদ উদ্বোধনে প্রধামন্ত্রী মোদীর দাবি ছিল তাঁকে ঈশ্বর বেছে নিয়েছেন। নিজেকে ঈশ্বরের বরপুত্র বলে দাবি করেন তিনি। সেই মোদী তথা ঈশ্বরের বরপুত্র শনিবার রাম জন্ম়ভূমি বলে কথিত অযোধ্যায় মেগা রোড শো করবেন। রাম মন্দিরের (Ram Mandir) আনুষ্ঠানিক উদ্বোধনের আগে মোদীর অযোধ্যা সফর নিয়ে বিশ্বজোড়া প্রচার চলেছে। নতুন সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ বিতর্কে মোদী বলেছিলেন, ‘এর আগেও বহু সরকার মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর চেষ্টা করেছে। তাদের কাছে এই আইন পাশ করানোর গরিষ্ঠতা ছিল না। হয়তো ঈশ্বর আমাকেই বাছাই করেছেন। আর শুধু এই একটা নয়, এমন অনেক পবিত্র কাজ করার জন্য।’ এরপর তাঁকে ঈশ্বরের বরপুত্র বলেই প্রচার করেন বিজেপির […]


আরও পড়ুন Ram Mandir: রাম জন্মভূমিতে 'ঈশ্বরের বরপুত্র' মোদীর জমকালো রোড শো

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম