শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

Rail Blockade: ১২ ঘণ্টার রেল অবরোধ, থমকে বন্দে ভারতসহ একাধিক ট্রেন

Rail Blockade: ১২ ঘণ্টার রেল অবরোধ, থমকে বন্দে ভারতসহ একাধিক ট্রেন
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/Rail-Blockade.jpg
আবার রেল অবরোধ (Rail Blockade)। পুরুলিয়ার কাঁটাডি স্টেশনে সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান। তার জেরে সকাল থেকে থমকে রয়েছে রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। চরম ভোগান্তিতে পড়েছে রেলযাত্রীরা। পৃথক সারনা ধর্মের কোড চালু করার দাবিতে এর আগেও একাধিকবার আন্দোলনে নেমেছে আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা।দাবি পূরণ না হওয়ায় এবার রেল অবরোধের ডাক দিয়েছে এই সংগঠন। আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা রেল লাইনের উপরেই বসে অবরোধ দেখাচ্ছেন। যার ফলে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া-চাণ্ডিল শাখায় ট্রেন চলাচল বন্ধ। বন্দে-ভারত এক্সপ্রেস থেকে শুরু করে অন্য আরও একাধিক ট্রেন অন্যান্য স্টেশনে থমকে রয়েছে। পুলিশের তরফে অবরোধ তোলার […]


আরও পড়ুন Rail Blockade: ১২ ঘণ্টার রেল অবরোধ, থমকে বন্দে ভারতসহ একাধিক ট্রেন

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম