গাড়ি বাজারে 'কমলা বিপ্লব', ধোঁয়া দূষণ নয় কার্বন শুষবে Zem
গাড়ি বাজারে 'কমলা বিপ্লব', ধোঁয়া দূষণ নয় কার্বন শুষবে Zem
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/11/Zem-car.jpg
যানবাহনের কালো ধোঁয়ায় আর পরিবেশ দূষণ নয়। এবার পথ চলতে চলতেই বাতাস পরিষ্কার করবে গাড়ি। এমনই এক ধরনের গাড়ি বানিয়ে চমকে দিয়েছেন নেদারল্যান্ডের একদল শিক্ষার্থী। গাড়িটির নাম দেওয়া হয়েছে জেম। এই গাড়ির প্রধান বৈশিষ্ট্য হলো ইঞ্জিন। এর ইঞ্জিনে এমন এক ধরনের ফিল্টার লাগানো হয়েছে যা কার্বন-ডাই-অক্সাইডের কালো ধোয়া শুষে নেবে। তুই আসনের এই গাড়িটি চলে ক্লিনন্ট্রন লিথিয়াম আয়ন ব্যাটারীতে। আর গাড়ির সিংহভাগ যন্ত্রাংশ তৈরি করা হয়েছে থ্রিডি প্রিন্টারে রিসাইকেল বা পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক দিয়ে। গাড়িটির উৎপাদন থেকে জীবন দশা শুরুর আগে পর্যন্ত যতটা কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ হওয়ার কথা তার চেয়ে বেশি শুষে নেবে। এমনটাই জানিয়েছেন, আইন্ড হফেন ইউনিভার্সিটি অফ টেকনোলজির শিক্ষার্থীরা। প্রায় […]
আরও পড়ুন গাড়ি বাজারে 'কমলা বিপ্লব', ধোঁয়া দূষণ নয় কার্বন শুষবে Zem
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম