বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

Bhaichung Bhutia: অশোকের কাছে হেরেছিলেন, তৃণমূল-নিজের দল ছেড়ে বাইচুং নতুন শিবিরে

Bhaichung Bhutia: অশোকের কাছে হেরেছিলেন, তৃণমূল-নিজের দল ছেড়ে বাইচুং নতুন শিবিরে
https://kolkata24x7.in/wp-content/uploads/2022/08/Bhaichung-Bhutia-1.jpg
ফুটবল ছাড়ার পর পুরোদস্তুর রাজনীতিক বাইচুং ভুটিয়া। সাড়া জাগিয়ে রাজনীতিকে নামলেও জয় অধরা। পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রার্থী হয়ে হেরেছিলেন সিপিআইএমের অশোক ভট্টাচার্যের কাছে। পরে নিজের বন্ধু-অ্যামায়ার বলে পরিচিত ‘অশোকদা’র হয়ে প্রচার করেছিলেন। এরমাঝে বাংলা ছেড়ে ঘরের ছেলে ঘরে অর্থাৎ সিকিমে ফিরে নিজের দল ‘হামরো সিকিম’ দল গড়েও সফলতা পাননি। এবার বাইচুং সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের দল SDF-তে যোগ দেবেন। গ্যাংটকের সংবাদমাধ্যম জানাচ্ছে, বৃহস্পতিবারই বাইচুং ভুটিয়া যোগ দেবেন সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট দলে। ১৯৯৪ সাল ২০১৪ সাল পর্যন্ত টানা পাঁচবার (আড়াই দশক) সিকিমের মুখ্যমন্ত্রী ছিলেন চামলিং। তবে গত নির্বাচনে চামলিং পরাজিত হন। আধুনিক সিকিমের রূপকার বলে চর্চিত চামলিং এখন রাজনৈতিক অস্তিত্ব […]


আরও পড়ুন Bhaichung Bhutia: অশোকের কাছে হেরেছিলেন, তৃণমূল-নিজের দল ছেড়ে বাইচুং নতুন শিবিরে

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম