Nepal Earthquake: ফের হিমালয়ে ভূমিকম্প, ঝাঁকুনি লাগল নেপালে
Nepal Earthquake: ফের হিমালয়ে ভূমিকম্প, ঝাঁকুনি লাগল নেপালে
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/10/Nepal-Earthquake-1.jpg
গভীর রাতে নেপালের মাকওয়ানপুর জেলায় রিখটার স্কেলে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প (Nepal earthquake) আঘাত হেনেছে। নেপাল সিসমোলজিক্যাল সেন্টারের মতে, কম্পন অনুভূত হয় স্থানীয় সময় রাত 1.20 টার দিকে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চিটলাং এলাকায়। এখনও পর্যন্ত কোনও হতাহতের বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি, কর্মকর্তারা জানিয়েছেন। বারবার দুলছে নেপাল। বহু নেপালবাসী রাত হলে আতঙ্কে বাড়ির বাইরে তাঁবুতে ঘুমাচ্ছেন।
আরও পড়ুন Nepal Earthquake: ফের হিমালয়ে ভূমিকম্প, ঝাঁকুনি লাগল নেপালে
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম