Uttarkashi: উত্তরকাশীতে উদ্ধারের উল্টো গুণতি শুরু, অক্সিজেন নিয়ে ঢুকলেন উদ্ধারকারীরা
Uttarkashi: উত্তরকাশীতে উদ্ধারের উল্টো গুণতি শুরু, অক্সিজেন নিয়ে ঢুকলেন উদ্ধারকারীরা
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/11/uttarkashi-3.jpg
উত্তরকাশীর (Uttarkashi) সিল্কিয়ারা টানেল ধসের স্থানে উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে।শুরু হলো উদ্ধার কাজের উল্টো গুণতি। বাইরে জরুরি ভিত্তিতে কমপক্ষে ২০টি অ্যাম্বুলেন্স প্রস্তুত। সিল্কিয়ারা টানেলর ভিতর আটকে পড়া ৪১ জন শ্রমিককে তুলে আনতে উদ্ধারকারীরা ঢুকতে শুরু করলেন। গত 12 নভেম্বর থেকে 41 জন শ্রমিক আটকে পড়েছেন। উদ্ধারকারীরা সফলভাবে 45 গভীরতা পর্যন্ত প্রশস্ত পাইপ স্থাপন করেছেন। মোট প্রায় 57 মিটার পর্যন্ত ড্রিল করতে হবে। উত্তরাখণ্ড সরকার জানাতে, ধ্বংসস্তূপের মধ্য দিয়ে 39 মিটার পর্যন্ত 800 ব্যাসের স্টিলের পাইপ ঢোকানো হয়েছে। জানা যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ধসের তলায় ঢুকতে শুরু করেছেন উদ্ধারকারীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্ধার অভিযানের পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী পুষ্কর […]
আরও পড়ুন Uttarkashi: উত্তরকাশীতে উদ্ধারের উল্টো গুণতি শুরু, অক্সিজেন নিয়ে ঢুকলেন উদ্ধারকারীরা
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম