Lalruatthara: ওডিশা এফসির এই তারকাকে সই করাল ইন্টারকাশি
Lalruatthara: ওডিশা এফসির এই তারকাকে সই করাল ইন্টারকাশি
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/10/Lalruatthara.jpg
নয়া আইলিগ মরশুমে নিজেদের খেলার ছাড়পত্র পাওয়ার পর থেকেই জোর কদমে দল গঠনের কাজে নেমে পড়েছে ইন্টার কাশি ফুটবল ক্লাব। উল্লেখ্য, উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো জাতীয় স্তরে উঠে এসেছে এই ক্লাব। মূলত দেশের কিছু ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবল ক্লাবের হাত ধরে এবার জাতীয় স্তরের টুর্নামেন্টে খেলতে নামছে এই দল। যাদের মধ্যে রয়েছে আটলেটিকো মাদ্রিদ সহ আরও বেশকিছু স্প্যানিশ ক্লাব। এই প্রথম বছরেই নিজেদের অন্যতম শক্তিশালী দল তৈরি করে প্রতিপক্ষ ক্লাব গুলিকে কঠিন লড়াই দেওয়াই এখন একমাত্র উদ্দেশ্য তাদের ম্যানেজমেন্টের। তাই মরশুম শুরুর আগে থেকেই দল বদলের বাজার থেকে বহু দেশি ও বিদেশি খেলোয়াড়দের চূড়ান্ত করতে থাকে উত্তর প্রদেশের […]
আরও পড়ুন Lalruatthara: ওডিশা এফসির এই তারকাকে সই করাল ইন্টারকাশি
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম