ছাড়া হল মুম্বই-আল হিলাল ম্যাচের টিকিট, কত দামে পাবেন সমর্থকরা?
ছাড়া হল মুম্বই-আল হিলাল ম্যাচের টিকিট, কত দামে পাবেন সমর্থকরা?
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/10/Mumbai-City-FC-vs-Al-Hilal.jpg
গতবারের ফিরে ইন্ডিয়ান সুপার লিগে ভালো পারফরম্যান্স করে লিগ শিল্ড জয় করার দরুন খুব সহজেই এএফসি চ্যাম্পিয়নস লিগের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করার ছাড়পত্র পেয়েছে রনবীর কাপুরের মুম্বাই সিটি। গত ১৮ সেপ্টেম্বর নাসাজির বিপক্ষে খেলতে নেমে এএফসি চ্যাম্পিয়নস লিগের অভিযান শুরু করে রনবীর কাপুরের এই ফুটবল দল। যদিও সেই ম্যাচে পরাজিত হতে হয় তাদের। এরপর ২রা অক্টোবর বাইরের মাঠে নাফবাহোর দলের বিপক্ষে খেলে এই ভারতীয় দল। সেখানেই পরাজয়ের মুখ দেখতে হয় তাদের। এবার আগামী ২৩ শে অক্টোবর বাইরের মাঠে নেইমারদের বিপক্ষে প্রথম ম্যাচ মেহতাব-ছাংতেদের। তারপর কিছুটা বিশ্রাম নিয়ে নভেম্বর মাসের প্রথম দিকে নিজেদের ঘরের মাঠে আল হিলালের সঙ্গে ফিরতি ম্যাচ […]
আরও পড়ুন ছাড়া হল মুম্বই-আল হিলাল ম্যাচের টিকিট, কত দামে পাবেন সমর্থকরা?
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম