বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

North East Express: লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেসের একাধিক যাত্রী নিহত, শতাধিক জখম

North East Express: লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেসের একাধিক যাত্রী নিহত, শতাধিক জখম
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/10/Bihar_Rail_1.jpg
বিহারের রঘুনাথগঞ্জে লাইন থেকে ছিটকে গেছে নর্থ ইস্ট এক্সপ্রেস। পরিস্থিতি ভয়াবহ।North East Express-এর একটার পর একটা কামরা দুমড়ে মুচড়ে গেছে। একাধিক যাত্রী নিহত। রাত ১২.৪০ মিনিট পর্যন্ত যা খবর তাতে কমপক্ষে ৬ জন মৃত। আরও অনেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ট্রেনটির যাত্রাপথে পশ্চিমবঙ্গের একাধিক স্টেশন পড়ে। উত্তরবঙ্গের NJP, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার ও নিউ আলিপুরদুয়ার হয়ে অসম যায় নর্থ ইস্ট এক্সপ্রেস। রেলের তরফে জানানো হয়েছে দিল্লির আনন্দ বিহার থেকে অসমের কামাখ্যা-গুয়াহাটিগামী নর্থ ইস্ট এক্সপ্রেস বিহারের বক্সারে রঘুনাথগঞ্জ স্টেশনের কাছে লাইন থেকে ছিটকে গেছে। দিল্লি থেকে কামাাখ্যা যাওয়ার নর্থ ইস্ট সুপারফাস্ট বিহারে লাইনচ্যুত। ট্রেনটি বিহারের (Bihar) রঘুনাথ স্টেশনের কাছে ছিটকে গেছে। […]


আরও পড়ুন North East Express: লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেসের একাধিক যাত্রী নিহত, শতাধিক জখম

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম