Purba Bardhaman: ভাগিরথীর আতঙ্ক সেই কুমির এখন জালে বন্দি, গ্রামবাসীরা নিশ্চিন্ত
Purba Bardhaman: ভাগিরথীর আতঙ্ক সেই কুমির এখন জালে বন্দি, গ্রামবাসীরা নিশ্চিন্ত
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/crocodile.jpg
বনদফতরের জালে বন্দি এক বিশাল কুমির। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা প্রশাসন ও বনদফতরের সহযোগিতায় একটি কুমিরকে জালবন্দী করল কাটোয়া ২ ব্লকের অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিকাপুর গ্রামে। বেশ কয়েকদিন ধরেই ভাগীরথী নদীতে মহাআনন্দে ভেসে থাকতে দেখা যাচ্ছিল একটি বিশাল কুমিরকে। তা নিয়ে পূর্ব বর্ধমানে কাটোয়ার অগ্রদ্বীপ কালিকাপুর গ্রামের বাসিন্দা মহলে আতঙ্ক তৈরি হয়। শেষমেশ বুধবার বিশাল আকৃতির ওই কুমিরটিকে পাকড়াও করতে সক্ষম হল বনদফতরের কর্মীরা। গ্রামবাসীদের সঙ্গে বনদফতরের কর্মীরা এ দিন ভাগীরথীতে অভিযানে নেমে সাত ঘন্টার চেষ্টায় কুমিরটিকে জালে তুলতে সক্ষম হয়। জ্যান্ত কুমীর দেখতে ভাগীরথীর তীরে মানুষের ভিড় উপচে পড়ে। আপাতত কুমিরটিকে রাখা হয়েছে কাটোয়ার বনদফতরের অফিসে। কাটোয়ার […]
আরও পড়ুন Purba Bardhaman: ভাগিরথীর আতঙ্ক সেই কুমির এখন জালে বন্দি, গ্রামবাসীরা নিশ্চিন্ত
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম