বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

Anirudh Thapa: সবুজ-মেরুন নিয়ে যথেষ্ট আবেগপ্রবণ থাপা, কী বলছেন তিনি?

Anirudh Thapa: সবুজ-মেরুন নিয়ে যথেষ্ট আবেগপ্রবণ থাপা, কী বলছেন তিনি?
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/Anirudh-Thapa-Mohun-Bagan.jpg
নয়া ফুটবল মরশুমের কথা মাথায় রেখে জেসন কামিন্স থেকে শুরু করে আর্মান্দো সাদিকু ও হেক্টর ইউৎসের মতো ফুটবলারদের দলে টেনেছে মোহনবাগান সুপারজায়ান্টস। তবে শুধু বিদেশি ফুটবলাররাই নয় পাশাপাশি দেশীয় ব্রিগেডকে ও যথেষ্ট শক্তিশালী করে তুলেছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে ভারতীয় দলের একের পর এক দাপুটে তারকাকে দলে টেনেছে কলকাতার এই প্রধান। যার মধ্যে ডিফেন্ডার আনোয়ার আলি থেকে শুরু করে দলে রয়েছে সাহাল আব্দুল সামাদ ও অনিরুদ্ধ থাপার মতো ফুটবলাররা। যা নিঃসন্দেহে শক্তি জোগাবে সবুজ-মেরুনের মাঝমাঠে। এবারের ডুরান্ড কাপে তার প্রমাণ মিলেছে বারেবারে। সময় বিশেষে জ্বলে উঠেছেন সামাদ ও থাপা। তবে ডুরান্ড ফাইনালে কার্ড সমস্যা থাকায় আইএসএলের প্রথম ম্যাচে খেলতে পারেননি অনিরুদ্ধ থাপা। […]


আরও পড়ুন Anirudh Thapa: সবুজ-মেরুন নিয়ে যথেষ্ট আবেগপ্রবণ থাপা, কী বলছেন তিনি?

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম