Manipur Violence: কিশোর-কিশোরীকে খুনের জেরে ফের গরম মণিপুর,আফস্পা মেয়াদ বাড়ল
Manipur Violence: কিশোর-কিশোরীকে খুনের জেরে ফের গরম মণিপুর,আফস্পা মেয়াদ বাড়ল
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/08/Manipur-central-force-milit.jpg
মণিপুর সরকার বুধবার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির (Manipur Violence) জন্য সমগ্র রাজ্যকে একটি “অশান্ত এলাকা” ঘোষণা করেছে । রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে, ১৯ টি নির্দিষ্ট থানা এলাকা ব্যতীত সমগ্র রাজ্যকে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (AFSPA) এর অধীনে “অশান্ত এলাকা” হিসাবে ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের অভিমত যে “বিভিন্ন চরমপন্থী/বিদ্রোহী গোষ্ঠীর সহিংস কার্যকলাপ সমগ্র মণিপুর রাজ্যে বেসামরিক প্রশাসনের সহায়তায় সশস্ত্র বাহিনীর ব্যবহারের নিশ্চয়তা দেয়”। আরও বলা হয় যে “রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রযন্ত্রের সক্ষমতার পরিপ্রেক্ষিতে, রাজ্য সরকার বর্তমান অশান্ত এলাকার অবস্থার উপর স্থিতাবস্থা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে”। জাতি সংঘর্ষে রক্তাক্ত মণিপুরে নিহত বহু। আগামী ছয় মাস রাজ্যের ইম্ফল, […]
আরও পড়ুন Manipur Violence: কিশোর-কিশোরীকে খুনের জেরে ফের গরম মণিপুর,আফস্পা মেয়াদ বাড়ল
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম